জাতীয়

মণিপুর ইস্যুতে কেন্দ্রের নীরবতা নিয়ে ব্যথিত মুখ্যমন্ত্রী, টুইট বার্তায় ক্ষোভপ্রকাশ

আজ,৩০ জুলাই বিরোধীদের ইন্ডিয়া জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল ইম্ফলে (Imphal) রাজভবনে (Rajbhavan) মণিপুরের রাজ্যপাল (Governor) অনসুয়া উইকের (Anusuiya Uikey) সঙ্গে দেখা করেন। মণিপুরে দুই দিনের সফরে, কুকি এবং মেইতেই উভয় সম্প্রদায়ের ত্রাণ শিবিরগুলিতাই তারা গিয়েছেন। সেই অভিজ্ঞতা তাঁরা রাজ্যপালকে জানান। এদিন তারা রাজ্যপাল অনসুয়া উইকের কাছে একটি স্মারকলিপি পেশ করেছেন। রাজ্যে শান্তি ও সম্প্রীতি ফেরানোর জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন তাঁরা। রাজ্যপাল যে তাদের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সেই কথাও জানিয়েছেন তারা।

আরও পড়ুন-‘মোদির কাছে কি ইন্টেলিজেন্স রিপোর্ট নেই?’ মণিপুরে নির্যাতিতাদের প্রশ্ন, দিল্লি ফিরে ক্ষুব্ধ সুস্মিতা

এই মর্মে এদিন বাংলার মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, “মণিপুরের পরিস্থিতি শুনে আমি গভীরভাবে ব্যথিত। মানুষের জীবন নিয়ে পরীক্ষা করা উচিত নয়। তবুও, ক্ষমতায় যারা আছে, তারা নীরব। INDIA মানবতার মাধ্যমে ক্ষত সারিয়ে মানবতার শিখা জ্বালাবে। আমি মণিপুরের সাহসী ভাই ও বোনদের মানবতার স্বার্থে শান্তি ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমরা আপনাদের পাশে আছি। সম্পূর্ণ সমর্থন এবং সমবেদনা প্রকাশ করছি।“

 

আরও পড়ুন-যোগীরাজ্যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে বেধড়ক মার পুলিশকর্মীর

উল্লেখ্য, রাজ্যপালের কাছে জমা দেওয়া সেই স্মারকলিপিতে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘গত ৮৯ দিন ধরে মণিপুরে আইনশৃঙ্খলার সম্পূর্ণ বিপর্যয় সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে অবহিত করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। রাজ্যে শান্তি ও স্বাভাবিকতা ফেরাতে মণিপুরের এই অনিশ্চিত পরিস্থিতিতে কেন্দ্রকে হস্তক্ষেপ করতে বলুন। ৩ মে থেকে শুরু হওয়া সংঘর্ষে ইতিমধ্যে ১৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, ৫০০ জনের বেশি আহত হয়েছেন। ৫০০০-এর বেশি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ৬০,০০০-এর বেশি মানুষ ভিটে ছাড়া। এর থেকেই কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ব্যর্থতা স্পষ্ট’।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

10 seconds ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

9 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

34 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago