প্রতিবেদন : বাংলার কৃষিশিক্ষার মানচিত্রে গুরুত্বপূর্ণ নাম হতে চলেছে পুরুলিয়া জেলা। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তরফে বুধবার ভিত্তিপ্রস্তর স্থাপিত হল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজের। পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের উল্টো দিকে। ছিলেন বেলুড়ের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ ও ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের ডিরেক্টর জেনারেল তথা দেশের কৃষিশিক্ষা ও গবেষণা সচিব হিমাংশু পাঠক প্রমুখ। সুবীরানন্দ জানান, মিশনের তত্ত্বাবধানেই এই রাজ্যে একটি কৃষিকলেজ গড়ে উঠতে চলেছে। আইসিএআর-এর ডিরেক্টর জেনারেল বলেন, ভারতকে উন্নয়নশীল দেশ হিসেবে নয়, বিকশিত দেশ হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করেছি। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সম্পাদক স্বামী শিবপ্রদানন্দ বলেন, বিদ্যাপীঠ প্রতিষ্ঠার ৬৬ বছরে আরও একটি নতুন পালক যুক্ত হল এ দিন। পুরুলিয়ার দরিদ্র মানুষ ও ছাত্রছাত্রীদের স্বার্থে এই কলেজ নিবেদিত হবে।
আরও পড়ুন-যাদবপুরে ফের পড়ুয়া নিগ্রহ র্যাগিং নয়, দাবি কর্তৃপক্ষের
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ছিলেন আইসিএআর-এর ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল টেকনোলজিক্যাল রিসার্চ ইন্সটিটিউট, কলকাতা শাখার দায়িত্বে থাকা প্রদীপ দে, সিদো-কানহু-বীরসা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক সুবলচন্দ্র দে প্রমুখ।