উত্তরের দুর্গতদের পাশে কৃষি বিপণন দফতর, ত্রাণ শিবিরে ১ লক্ষ কেজির বেশি আলু-পেঁয়াজ সরবরাহ

Must read

উত্তরবঙ্গের বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত (North Bengal Disaster) মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল রাজ্যের কৃষি বিপণন দফতর। দফতরের তরফে বিভিন্ন ত্রাণ শিবিরে ১ লক্ষ কেজির বেশি আলু ও পেঁয়াজ সরবরাহ করা হয়েছে। নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী দুর্গত এলাকায় পাঠানো হয়েছে।

সূত্রের খবর, বিভিন্ন ত্রাণ শিবিরে ইতিমধ্যেই ৬৫ হাজার কেজির বেশি আলু এবং ১৫ হাজার কেজির বেশি পেঁয়াজ পৌঁছে গিয়েছে। দার্জিলিং জেলার জন্য শিলিগুড়ি থেকে ২৪ হাজার কেজির বেশি আলু ও সবজি পাঠানো হয়েছে। কালিম্পং জেলার জন্য পাঠানো হয়েছে প্রায় ১৭ হাজার কেজির বেশি আলু ও অন্যান্য খাদ্যসামগ্রী।

আরও পড়ুন- অক্টোবরের শেষেই ফল প্রকাশ

আলিপুরদুয়ার নিয়ন্ত্রিত বাজার সমিতি নিজস্ব উদ্যোগে জেলার বিভিন্ন ত্রাণ শিবিরে ১১০০ প্যাকেট ত্রাণসামগ্রী সরবরাহ করেছে। পাশাপাশি সুফল বাংলার ১০০টি স্থায়ী বিপণির পাশাপাশি উত্তরবঙ্গের দুর্গত এলাকায় চালু করা হয়েছে অতিরিক্ত ৬৫টি ভ্রাম্যমান বিপণি।

কৃষি বিপণন দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal Disaster) ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে পর্যাপ্ত খাদ্য পৌঁছে দিতে আরও কয়েক দফায় এই সহায়তা পাঠানো হবে।

Latest article