বিভিন্ন শস্য বীজ উৎপাদনে রাজ্যকে স্বয়ম্ভর করতে উদ্যোগী কৃষি দফতর

Must read

তৈল বীজ-সহ বিভিন্ন শস্য বীজ উৎপাদনে রাজ্যকে (west bengal) স্বয়ম্ভর করতে উদ্যোগী হয়েছে কৃষিদফতর। এই কাজে অগ্রগতি পর্যালোচনা করতে বুধবার নবান্নে দফতরের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে কৃষিদফতরের বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা হয়। কৃষিমন্ত্রী তাঁদের বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রাজ্য (west bengal) বীজ উৎপাদনে নিজের পায়ে দাঁড়াক। রাজ্যে উন্নতমানের বীজ বেশি পরিমাণে উৎপাদনের ব্যবস্থা করতে হবে। উন্নত মানের আলু বীজ উৎপাদনে রাজ্য ইতিমধ্যেই সাফল্য পেয়েছে। গ্লাইসেমিক ইনডেক্স কম মন ধানের বীজ তৈরির জোর দেন মন্ত্রী। ডায়াবেটিস রোগে আক্রান্তদের সংখ্যা এখন বাড়ছে। এই ধরনের ধান তাঁদের পক্ষে খুবই উপযোগী। কৃষকবন্ধু সহ কৃষি দফতরের একগুচছ কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পেতে চাষিদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন- খুনের পুনর্নির্মাণ, পুলিশের সামনে অভিনয় করে দেখাল মা ও মেয়ে

Latest article