দিল্লি ভোটের আগে ক্যাগ রিপোর্ট, প্রকাশ বিজেপির চক্রান্ত, তোপ আপের

দিল্লি ভোটের আগে এই রিপোর্ট এল কোথা থেকে? আম আদমি পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই রিপোর্টকে সুকৌশলে সামনে আনা হচ্ছে৷

Must read

প্রতিবেদন: দিল্লিতে ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে উঠে আম আদমি পার্টির বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)৷ এবার দিল্লি বিধানসভা নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে রাজধানীর ভোটারদের সামনে তুলে ধরা হচ্ছে সিএজি রিপোর্ট৷ মোদি সরকারের অধীনস্থ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের তরফে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, আম আদমি পার্টির নেতৃত্বাধীন দিল্লি সরকারের আবগারি নীতির জন্য সরকারি কোষাগারের ২০২৬ কোটি টাকা ক্ষতি হয়েছে৷

আরও পড়ুন-নন্দীগ্রামের টাকাপুরা সমবায় এল তৃণমূল কংগ্রেসের হাতে

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোটগ্রহণ৷ তার আগেই যেভাবে এই রিপোর্ট সামনে এসেছে এবং বিজেপির নেতারা তা নিয়ে প্রচার শুরু করেছেন, তাতে তাদের ষড়যন্ত্রকারী অভিসন্ধিই স্পষ্ট হয়েছে বলে অভিযোগ আম আদমি পার্টির৷ এই রিপোর্টকে কার্যত তুলোধোনা করে দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের প্রশ্ন, এতদিন সিএজি রিপোর্ট প্রকাশিত হয়নি কেন? দিল্লি ভোটের আগে এই রিপোর্ট এল কোথা থেকে? আম আদমি পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই রিপোর্টকে সুকৌশলে সামনে আনা হচ্ছে৷ আমাদের প্রশ্ন, এই রিপোর্ট কি বিজেপির অফিসে তৈরি হয়েছে? তা না হলে বিজেপির নেতারা এই রিপোর্ট নিয়ে এত লাফালাফি করছেন কেন? দিল্লি বিধানসভায় যে রিপোর্ট পেশ করা হয়নি, তা নিয়ে এত প্রশ্ন তোলার কী অর্থ? এর পাশাপাশি দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ভোটার তালিকায় কারচুপি করছে বলে ফের তোপ দেগেছে আম আদমি পার্টি৷

Latest article