পাটনা: হার মানল বিজেপি৷ ক্ষমতা কুক্ষিগত করতে মহারাষ্ট্রের ফর্মূলা চলল না বিহারে। মহারাষ্ট্রে ব্যাপক খেলাধুলো করে একনাথ শিন্ডেকে সরিয়ে যেভাবে দেবেন্দ্র ফড়নবীশকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছিল বিজেপি, সেই ফর্মুলা কাজে লাগলো না বিহারে৷ বিধানসভা ভোটে বড় জয়ের পরে শাসক জোটের অন্দরে প্রবল চাপের মুখে পিছু হটে শেষ পর্যন্ত নীতীশ কুমারকেই বিহারের মুখ্যমন্ত্রী মেনে নিতে বাধ্য হল বিজেপি৷ আজ বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নীতীশ কুমার৷ এবার নিয়ে দশমবার তিনি বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন৷
আরও পড়ুন-বাংলার গদ্দারদের কায়দাতেই হুমকি ত্রিপুরার বিজেপি বাহিনীর
এদিকে, বিহারে নতুন সরকার গঠনের আগেই এনডিএ শিবিরে গোষ্ঠীকলহ শুরু হয়েছে৷ এর প্রধান কারণ রাজ্যের বিধানসভার স্পিকার পদ৷ বিজেপি বা জেডি(ইউ) কেউই এই পদ ছাড়তে নারাজ৷ যদি সরকারের অন্দরের সমীকরণে কোনও সমস্যা হয় এবং স্পিকারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়, তখন গোটা পরিস্থিতির রাশ নিজেদের হাতে তুলে নেওয়ার জন্যই মরিয়া হয়ে স্পিকার পদ নিয়ে আকচা-আকচি শুরু করেছে দুই দল৷
আরও পড়ুন-দূষণের মধ্যে খেলাধুলো করার অর্থ শিশুদের গ্যাস চেম্বারে রাখার ব্যবস্থা
এর পাশাপাশি এনডিএ-র শাসক দলগুলির মধ্যে প্রবল লড়াই চলছে রাজ্যের মন্ত্রিপদ নিয়েও৷ সূত্রের দাবি, বৃহষ্পতিবার নীতীশ কুমারের পাশাপাশি শপথ নিতে পারেন আরও ২২ জন মন্ত্রী৷ এর মধ্যে চিরাগ পাসোয়ানের এলজেপি, জিতন রাম মাঝির দল হাম এবং উপেন্দ্র কুসওয়াহার দল আরএলএম-র জয়ী বিধায়করা থাকবেন বলেই খবর৷ দড়ি টানাটানি হচ্ছে নীতীশ কুমারের উপমুখ্যমন্ত্রী পদ নিয়েও৷ শেষ পর্যন্ত কোন দলের কোন বিধায়ক উপ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন, সেদিকে লক্ষ্য থাকছে সবার৷
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…