SIR এর আগে রাজ্য প্রশাসনে বড় রদবদল! সরলেন একাধিক জেলার জেলাশাসক

Must read

নজিরবিহীন ঘটনা! সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। banglay ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) নিয়ে বড় ঘোষণার আগেই সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য প্রশাসনের ৫৭ জন আধিকারিককে সরিয়ে দিল নবান্ন। এক দিনের মধ্যেই মোট ১০ জন জেলাশাসক বদল করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক ২২ জন এবং মহকুমা শাসক ১৫ জনকেও বদল করা হয়েছে। এছাড়া বদলির তালিকায় রয়েছেন অফিসার অন স্পেশ্যাল ডিউটির ১০ জন আধিকারিক।

আরও পড়ুন-দেশের ৫৩তম প্রধান বিচারপতি হতে চলেছেন সূর্য কান্ত

রুটিন বদলি না ভোটের আগের বদলি সেটা যদিও নবান্নর তরফে এখনও স্পষ্ট করা হয়নি। তবে নবান্ন সূত্রে দাবি, যে সব আধিকারিক টানা ৩ বছর একই পদে রয়েছেন ভোটের আগে নিয়ম মেনেই তাঁদের বদল হচ্ছে। যদিও মনে করা হচ্ছে বিকেলে সাংবাদিক বৈঠক থেকে এসআইআর নিয়ে কমিশন বড় ঘোষণার আগে প্রশাসনিক রদবদল করা হল।

আরও পড়ুন-স্বাধীন বালোচ মন্তব্যের পরই ক্ষেপে লাল পাকিস্তান! সলমনকে জঙ্গি ঘোষণা

উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, বদল হওয়া জেলাশাসকদের তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদহ, বীরভূম জেলা। বদলি হওয়া আধিকারিকরা সকলে আইএএস। সেক্ষেত্রে এরপরে একই কায়দায় আইপিএসদেরও বদলি করা হবে বলেও মনে করা হচ্ছে।

এই রদবদলের মধ্যে উল্লেখযোগ্য কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈনকে সরিয়ে পাঠানো হয়েছে বীরভূমের জেলাশাসক পদে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তকে আনা হয়েছে কলকাতা পুরসভার কমিশনারের দায়িত্বে। কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মীনা যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের পদে।
হিডকোর ম্যানেজিং ডিরেক্টর শশাঙ্ক শেট্টিকে সরিয়ে দেওয়া হয়েছে, তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজশ্রী মিত্র। মুর্শিদাবাদের নতুন জেলাশাসক হয়েছেন নীতিন সিংঘানিয়া, যিনি মালদহের জেলাশাসক ছিলেন। দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গয়ালকে পাঠানো হয়েছে মালদহের জেলাশাসকের পদে। এ ছাড়া উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক মণীশ মিশ্র হচ্ছেন কোচবিহারের জেলাশাসক। বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের জেলাশাসক পদে। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালকে করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বিশেষ সচিব। বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র রায়কে পাঠানো হয়েছে খাদ্য ও সরবরাহ দফতরের বিশেষ সচিব পদে।
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজিকে পুর ও নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব করা হয়েছে। শিল্প ও বাণিজ্য দফতরের বিশেষ সচিব রাজু মিশ্রকে করা হয়েছে কোচবিহারের জেলাশাসক। স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব ইউ আর ইসমাইলকে পাঠানো হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে। পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দাকে করা হয়েছে পর্যটন দফতরের নির্দেশক। অন্যদিকে, ১০ জন আইএএস আধিকারিককে অফিসার অন স্পেশ্যাল ডিউটির পদ থেকে মহকুমাশাসক পদে পাঠানো হয়েছে। আবার ১৫ জন আইএএস আধিকারিককে বদলি করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং যুগ্ম সচিব পদে। আরও ২২ জন আইএএস আধিকারিককে জেলাভিত্তিক অতিরিক্ত জেলাশাসকের পদে বদলি করা হয়েছে। এঁদের মধ্যে কয়েক জন শীর্ষ আধিকারিক আবার বিভিন্ন দফতরেও বদলি হয়েছেন। এছাড়াও ৪৫০–এর অধিক ডব্লুবিসিএস আধিকারিককে রদবদল করা হয়েছে৷

Latest article