আমেদাবাদ দুর্ঘটনা, মার্কিন আদালতে মামলা করবেন নিহতের আত্মীয়রা

Must read

প্রতিবেদন: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad plane crash) নিহতদের আত্মীয়দের একাংশ এবার সুবিচার চাইতে দ্বারস্থ হতে চলেছেন মার্কিন আদালতের। বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করে এই দুর্ঘটনার আসল কারণ সামনে আনতে চান তাঁরা। তাঁদের অভিযোগ, ভারত সরকারের কাছ থেকে তদন্তের ব্যাপারে আদৌ কোনও স্বচ্ছ জবাব মিলছে না। সুকৌশলে এই দায় চাপিয়ে দেওয়া হচ্ছে নিহত দুই পাইলটের উপর। কিন্তু বিশেষজ্ঞদের একটি বড় অংশের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে ১২ জুন ভেঙে পড়েছিল বোয়িং ৭৮৭ বিমানটি। বোয়িং যেহেতু আমেরিকার কোম্পানি তাই এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না তারা। লক্ষণীয়, ১২ জুন আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে আমেদাবাদেই (Ahmedabad plane crash) ভেঙে পড়েছিল বিমানটি। ওই বিমানে ছিলেন ২৩০ জন যাত্রী ছাড়াও দুই পাইলট-সহ ১২ জন কেবিন ক্রু। একজন যাত্রী ছাড়া প্রাণে বাঁচেননি কেউই। এখানেই শেষ নয়, বিমানবন্দর লাগোয়া মেডিক্যাল কলেজ হস্টেলের ছাদে বিমানটি ভেঙে পড়ায় মৃত্যু হয় আরও ৩০ জনের।
ঘটনার ঠিক একমাসের মাথায় এয়ারক্র্যাফ্ট ইনভেস্টিগেশন ব্যুরো একটি প্রাথমিক রিপোর্ট জমা দিলেও দুর্ঘটনার কারণ সম্পর্কে সুস্পষ্টভাবে বলা হয়নি কিছুই।

আরও পড়ুন-মোদিরাজ্যে অনার কিলিং, বাবা ও কাকা মিলে খুন করল তরুণীকে

Latest article