প্রতিবেদন: রাজ্যের নিরাপত্তায় যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। আর শুধু সিসি ক্যামেরার নজরদারি নয়, এবার এআই নজরদারিতে মহানগরকে মুড়তে চলেছে লালবাজার। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পুলিশের কন্ট্রোল রুমকে সতর্ক করবে অত্যাধুনিক সিসিটিভি।
আরও পড়ুন-ভূমিকম্পে মৃত বেড়ে ১০০০, আফটার শকে ভেঙে পড়ছে বহুতল
কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রাথমিক পর্যায়ে ৩০০টি নতুন ‘এআই’ যুক্ত সিসিটিভি বসানো হবে মহানগরে। আপত্তিকর কিছু ঘটনা ঘটলেই তৎক্ষণাৎ কন্ট্রোল রুমে জানিয়ে দেব এআই। একে একে বিভিন্ন জেলা ও কমিশনারেটও এটি বসানো পরিকল্পনা রয়েছে পুলিশের। এআই প্রযুক্তিকে সংযুক্ত করে নিরাপত্তাকে আরও বজ্র আঁটুনিতে বাদ দিতে চাইছে কলকাতা পুলিশ সিসিটিভি ক্যামেরা বসানোই রয়েছে, এবার এআই দেওয়া ক্যামেরা বসানোর উপর জোর দেওয়া হচ্ছে। তিনশোটি অত্যাধুনিক এআই ক্যামেরা বসানোর পরিকল্পনা তৈরি।