স্বাধীনতা দিবসে রাজধানীর নিরাপত্তায় এআই প্রযুক্তি

এবারের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গোটা দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে৷ দিল্লির সর্বত্র থাকছে কড়া নিরাপত্তা বলয়৷

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: এবারের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গোটা দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে৷ দিল্লির সর্বত্র থাকছে কড়া নিরাপত্তা বলয়৷ এবারই প্রথম লালকেল্লার নিরাপত্তায় আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে৷ এই পদ্ধতির মধ্যে থাকছে ফেস রেকগনিশন এবং অ্যান্টি ইনট্রিউশন সিস্টেম৷ কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কেউ লালকেল্লায় অনুপ্রবেশ করতে চাইলে এই পদ্ধতিতে সব থেকে আগে অ্যালার্ট পৌঁছে যাবে পুলিশের কন্ট্রোল রুমে৷ এআই পদ্ধতির তৃতীয় স্তরে থাকছে নম্বর প্লেট রেকগনিশন সিস্টেম, যেখানে ভুয়ো নম্বর প্লেট সহ কোনও গাড়ি পুলিশের নিরাপত্তা বলয় টপকানোর চেষ্টা করলে বাধাপ্রাপ্ত হবে প্রথমেই৷ দিল্লি পুলিশের ১০০০০ জাওয়ান ট্রাফিক পুলিশ ৩০০০ জাওয়ান এছাড়াও আধাসেনা, সেনার জাওয়ান, কমান্ডো এবং শার্প শ্যুটার লালকেল্লার নিরাপত্তায় মোতায়েন করা হবে ১৫ আগষ্টের অনুষ্ঠানে। শুক্রবার সকালে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী৷

আরও পড়ুন-

উল্লেখ্য, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার মুখোশ খুলে গিয়েছে৷ বৈসরন উপত্যকায় সরকারের ব্যর্থতার জেরেই প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ পর্যটক৷ এই ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার জেরে মুখ পুড়েছে গোটা দেশের৷ এর পরে বিরোধী শিবির থেকে শুরু করে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সবাই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে৷ এই আবহে ১৫ আগস্ট লালকেল্লার নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় সরকার৷ কোনওভাবেই যাতে কোনও ধরণের নাশকতার ঘটনা না ঘটতে পারে তা নিশ্চিত করার জন্য ১৭ আগস্ট পর্যন্ত দিল্লির আকাশে সব ধরণের ড্রোন ওড়া নিষিদ্ধ করা হয়েছে৷ এর পাশাপাশি লালকেল্লা জুড়ে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা যেখানে দিল্লি পুলিশের পাশাপাশি আধা সেনা ও সেনা জওয়ানরাও নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবেন৷ সূত্রের দাবি, লালকেল্লার বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকছে শার্প শ্যুটাররাও৷ দিল্লিতে সরকারি সূত্রের দাবি, এবারের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে ভারতীয় সেনাকে বিশেষ সম্মান জানানো হবে৷ লালকেল্লায় থাকবে বিশেষ অপারেশন সিঁদুর স্মারক পতাকা৷

Latest article