মুম্বই, ২ মার্চ : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নানারকম প্রয়োগের মধ্যে এবার ক্রিকেটেও এর ব্যবহার চান রাহুল দ্রাবিড়। তিনি মনে করেন, ক্রিকেটারদের চোটের আগাম খবর পেতে এর সাহায্য নেওয়া যেতে পারে।
মুম্বইয়ে এক অনুষ্ঠানে প্রাক্তন অধিনায়ক ও কোচ বলেন, আপনারা দেখছেন ক্রিকেটারদের চোট লাগছে। কিন্তু কেউ জানে না কীভাবে লাগছে। এর কী সমাধান সেটাও অজানা। ফাস্ট বোলারদের পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের কথা ধরুন। অনেক বছর ধরে ডেটা, বিজ্ঞান, ক্রীড়াবিজ্ঞানের প্রয়োগ দেখছি। কিন্তু কেউ বলতে পারবে না চোট কেন লাগছে। এটা দুঃখজনক। এতে জীবন, কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে! তাই এআই যদি আগেই এমন কিছু ঘটতে যাচ্ছে বলে জানান দেয়, তাহলে উপকার হয়।
আরও পড়ুন-বিরাট ৩০০, বার্তা সতীর্থদের, আউট হতেই মাথায় হাত দিলেন অনুষ্কা
তবে দ্রাবিড় চান না জসপ্রীত বুমরার পাঁচটি ক্লোন তৈরি করে তারও প্রয়োগ হোক। তাঁর কথায়, কৃত্রিম বুদ্ধিমত্তা তখনই ক্রিকেটে কার্যকরী হবে যখন মানব অঙ্গ বদলের মতো ঘটনা ঘটবে না। তাঁর বক্তব্যের সুর মোটামুটি এই, ক্রিকেটে এআই আসুক, কিন্তু সেটা মানব ভূমিকার বিকল্প হিসাবে নয়। বুমরার পিঠে চোটের পর তিনি কখনও চান না পাঁচটি বুমরার ক্লোন তৈরি হয়ে যাক। তাহলে খেলার মজা ও মাধুর্য হারিয়ে যাবে। দ্রাবিড়ের কথায়, ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে মানব ভূমিকা ও ডেটা বিশ্লেষণের মধ্যে ব্যালান্স রাখতেই হবে।