প্রতিবেদন: ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কির বাদানুবাদের পর ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা বন্ধ করে দিয়েছিল মার্কিন প্রশাসন। তাতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রবল চাপে পড়েছিল কিয়েভ। তবে মঙ্গলবার জেড্ডায় মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ইউক্রেনের বিদেশমন্ত্রী ও শীর্ষ প্রতিনিধিদের বৈঠকের পর বরফ গলার ইঙ্গিত। ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হতেই ফের তাদের সামরিক সাহায্য পাঠানো শুরু করেছে আমেরিকা।
আরও পড়ুন-উইকেটে পুজো দিয়ে প্রস্তুতি শুরু নাইটদের
বুধবারই মার্কিন সামরিক সহায়তা পোল্যান্ড হয়ে ইউক্রেনে যায়। পোলান্ডের বিদেশমন্ত্রীও এদিন সকালে এই খবর নিশ্চিত করেন। এদিকে সৌদি আরবের জেড্ডায় মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রেই সিবিহা জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে আগ্রহী তাঁর দেশ। কোন পথে যুদ্ধবিরতি চূড়ান্ত হবে ত নিয়ে আলোচনা ও দর-কষাকষির জন্য বিশেষ টিম তৈরি করতে চলেছে ইউক্রেন।