কাতারের সঙ্গে গাঁটছড়া বাঁধছে ফেডারেশন

Must read

দোহা: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF- Qatar Football Association) সভাপতি হওয়ার পর গত বৃহস্পতিবার রাতে কাতার উড়ে যান কল্যাণ চৌবে। সঙ্গে যান ফেডারেশনের নতুন সচিব সাজি প্রভাকরণ। শুক্রবার সেখানে ভারতীয় ফুটবলের উন্নতিসাধনের লক্ষ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেন ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি। দু’দিন পর রবিবার কাতার ফুটবল (AIFF- Qatar Football Association) সংস্থার সভাপতি শেখ হামাদ বিন খলিফা এবং সচিব মনসুর আল আনসারির সঙ্গে দেখা করেন এআইএফএফ-এর দুই শীর্ষকর্তা। দুই দেশের ফেডারেশনের মধ্যে গাঁটছড়া হলে ভারত এবং কাতারের ফুটবল কীভাবে উপকৃত হতে পারে, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় দুই তরফে। এআইএফএফ-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, দু’দেশের ফেডারেশনের মধ্যে মউ চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। কৌশলগত জোট এবং ভারত এবং কাতারের ফুটবল তাতে কীভাবে উপকৃত হতে পারে, তা নিয়ে দুই তরফে আলোচনা হয়েছে।’’ বৈঠকের পর ফেডারেশন সভাপতি বলেন, ‘‘দুই ফুটবল ফেডারেশনের মধ্যে গাঁটছড়া বাঁধার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য ধন্যবাদ কাতার ফুটবল সংস্থার সভাপতিকে। আগামী দিনে এটা দু’দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে।’’

আরও পড়ুন-বড়িশাকে সমীহ ডায়মন্ড হারবারের

Latest article