মুম্বই, ৩০ অক্টোবর: ভারতে স্কুল ফুটবলে উন্নতির লক্ষ্যে উদ্যোগ ফিফার (AIFF sign MoU)। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভারত সফরে এসেছেন। রবিবার নভি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে ফিফার সঙ্গে ভারত সরকার এবং সর্বভারতীয় ফুটবল সংস্থার মধ্যে মউ (AIFF sign MoU) চুক্তি স্বাক্ষরিত হয়। ইনফান্তিনো ছাড়াও কেন্দ্রীয় স্কুলশিক্ষা মন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, ফেডারেশন এবং রাজ্য সংস্থার কর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তি বলে দেশের একাধিক স্কুলে ফুটবলের উন্নয়নে জোর দেওয়া হবে। ইনফান্তিনো বলেছেন, ‘‘এই মউ চুক্তি নিয়ে আমি দারুণ খুশি। আমরা স্কুল শিক্ষাতেও বিনিয়োগ করব। ছোট থেকে যে কোনও খেলাকে বেছে নেওয়া উচিত। আমরা চাই ভারত থেকেও বিশ্বের সেরা খেলোয়াড়রা উঠে আসুক।’’
আরও পড়ুন-৮১ বছর পর নতুন কীর্তি, টানা দু’বার লিগ সেরা মহামেডান