ছবি বিকৃতি করে সাম্প্রদায়িক উস্কানি: FIR দায়ের করছে AIMO! মীনাক্ষীকে চাইতে হবে ক্ষমা

Must read

সামাজিক মাধ্যমে তৃণমূলকে বদনাম করে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়ার চেষ্টা করছে বামেরা। তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টকে ঘিরে চলছে জল্পনা। এবার ডিওয়াইএফআই-এর রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশন।

আরও পড়ুন-ভ্রমণে-সাহিত্যে বিশ্বে সেরার তালিকায় কলকাতা! গর্বিত মুখ্যমন্ত্রী জানালেন অভিনন্দন

সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে সংগঠনের ন্যাশনাল চেয়ারম্যান নাসির আহমেদ জানান, সম্প্রতি ওই ফেসবুক পোস্টে মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) উদ্দেশ্য করে পোস্ট করা হয় যার বিরুদ্ধেই সরব হয় সংগঠন। মীনাক্ষী মুখোপাধ্যায় ফিরহাদ হাকিমের কাছে ক্ষমা না চাইলে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন তারা।

Latest article