ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান

সোমবার অর্থাৎ ২রা সেপ্টেম্বর সন্ধ্যায় রাজস্থানের (Rajasthan) বারমেরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (IAF) একটি যুদ্ধবিমান।

Must read

সোমবার অর্থাৎ ২রা সেপ্টেম্বর সন্ধ্যায় রাজস্থানের (Rajasthan) বারমেরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (IAF) একটি যুদ্ধবিমান। ধানির অ্যালানিওর কাছে মঙ্গলা প্রসেসিং টার্মিনাল এমপিটি রোডে বিমানটি ভেঙে পড়েছে। বারমের পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এটি জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। বারমেরের উত্তরলাই বায়ুসেনা ঘাঁটির কাছে বায়ুসেনার একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভেঙে পড়েছে। পাইলট দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তবে বিমানটি একেবারেই ভেঙে গিয়েছে। ঘটনার একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভেঙে পড়েছে বিমানটি। তবে,এই ঘটনায় কারও প্রাণহানি হয়নি। বারমের কালেক্টর নিশান্ত জৈন, পুলিশ সুপার নরেন্দ্র মীনা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন-ডাক্তারদের মিছিলে কেন টুম্পা-মৌসুমি

বারমের সেক্টরে একটি রুটিন নাইট ট্রেনিং মিশনের সময়, আইএএফ-এর একটি মিগ-২৯ বিমানটিতে একটি জটিল প্রযুক্তিগত সমস্যা সৃষ্টি হয়। এই অবস্থায় উপায় না দেখে পাইলট ইজেক্ট করতে বাধ্য হন। আপাতত পাইলট নিরাপদে আছেন ইতিমধ্যেই কোর্ট অব ইনকোয়ারির আদেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ৪ঠা জুন, নাসিকের নিফাদ মহকুমার শিরসগাঁও গ্রামের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। দুপুর ১টা বেজে ২০ মিনিট নাগদ বিমানটি ভেঙে পড়ে। ৫০০ মিটার ব্যাসার্ধর এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল জেট বিমানটির বেশ কিছু অংশ।

Latest article