গুজরাতের জামনগরে বিমান ভেঙে পড়ার ঘটনায় কিছুদিন আগেই মৃত্যু হয় পাইলট সিদ্ধার্থ যাদবের। তিন দিনের মাথায় উত্তরপ্রদেশের আগরাতে (Agra) ফের বায়ুসেনার আরও এক আধিকারিকের মৃত্যু হল। জানা গিয়েছে শনিবার বায়ুসেনার স্কাই ডাইভিং-এর প্রশিক্ষণ চলছিল। বায়ুসেনার ‘আকাশগঙ্গা’ স্কাইডাইভিং দলের প্রশিক্ষক ছিলেন রাজকুমার। এদিন প্রশিক্ষণের সময় প্যারাশুট না খোলায় প্যারা জাম্প প্রশিক্ষক রাজকুমার তিওয়ারি হঠাৎ করেই আকাশ থেকে নীচে আছড়ে পড়ে গুরুতর জখম হয়েছিলেন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন-গেরুয়া রাজ্যে ভুয়ো হৃদরোগ বিশেষজ্ঞ, ৭ রোগীর মৃত্যর পর রহস্যভেদ
শনিবার সকালে প্যারাজাম্পিংয়ের প্রশিক্ষণ চলাকালীন হেলিকপ্টার থেকে প্যারাজাম্প কীভাবে করতে হয় সেই প্রশিক্ষণ দিচ্ছিলেন রাজকুমার। হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার পর সময়মতো প্যারাশুট না খোলায় কয়েকশো ফুট উপর থেকে নীচে আছড়ে পড়েন তিনি। স্বাভাবিকভাবেই এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি।
আরও পড়ুন-ভোপালে অতুলকাণ্ডের ছায়া, স্ত্রী, শ্বশুরকে দায়ী করে আত্মঘাতী যুবক
উল্লেখ্য, গত ২ এপ্রিল গুজরাতের জামনগরে জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ে মৃত্যু হয় এক পাইলটের। সেদিনের ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সেই ঘটনার রেশ কাটার আগেই আরও এক দক্ষ আধিকারিকের মৃত্যুতে শোকস্তব্ধ বায়ুসেনা।