গুজরাতের জামনগরে বিমান ভেঙে পড়ার ঘটনায় কিছুদিন আগেই মৃত্যু হয় পাইলট সিদ্ধার্থ যাদবের। তিন দিনের মাথায় উত্তরপ্রদেশের আগরাতে (Agra) ফের বায়ুসেনার আরও এক আধিকারিকের মৃত্যু হল। জানা গিয়েছে শনিবার বায়ুসেনার স্কাই ডাইভিং-এর প্রশিক্ষণ চলছিল। বায়ুসেনার ‘আকাশগঙ্গা’ স্কাইডাইভিং দলের প্রশিক্ষক ছিলেন রাজকুমার। এদিন প্রশিক্ষণের সময় প্যারাশুট না খোলায় প্যারা জাম্প প্রশিক্ষক রাজকুমার তিওয়ারি হঠাৎ করেই আকাশ থেকে নীচে আছড়ে পড়ে গুরুতর জখম হয়েছিলেন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন-গেরুয়া রাজ্যে ভুয়ো হৃদরোগ বিশেষজ্ঞ, ৭ রোগীর মৃত্যর পর রহস্যভেদ
শনিবার সকালে প্যারাজাম্পিংয়ের প্রশিক্ষণ চলাকালীন হেলিকপ্টার থেকে প্যারাজাম্প কীভাবে করতে হয় সেই প্রশিক্ষণ দিচ্ছিলেন রাজকুমার। হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার পর সময়মতো প্যারাশুট না খোলায় কয়েকশো ফুট উপর থেকে নীচে আছড়ে পড়েন তিনি। স্বাভাবিকভাবেই এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি।
আরও পড়ুন-ভোপালে অতুলকাণ্ডের ছায়া, স্ত্রী, শ্বশুরকে দায়ী করে আত্মঘাতী যুবক
উল্লেখ্য, গত ২ এপ্রিল গুজরাতের জামনগরে জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ে মৃত্যু হয় এক পাইলটের। সেদিনের ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সেই ঘটনার রেশ কাটার আগেই আরও এক দক্ষ আধিকারিকের মৃত্যুতে শোকস্তব্ধ বায়ুসেনা।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…