বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনা। গুজরাটের (Gujrat) জামনগর জেলায় মাটিতে পড়ে ভেঙে টুকরো হয়ে গেল বায়ুসেনার জাগুয়ার ফাইটার জেট। মাটিতে পড়েই বিমানটিতে আগুন জ্বলে ওঠে। নিমেষের মধ্যেই গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। কালাভাদ রোডের সুভারদা গ্রামের কাছে এদিন বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ধোঁয়া দেখে ছুটে আসেন গ্রামবাসীরা। পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এরপরেই শুরু হয় উদ্ধারকাজ। বুধবার রাত ৯.৩০ মিনিটে জামনগর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুভারদা গ্রামের কাছে প্রশিক্ষণ চলাকালীন যুদ্ধবিমানটি ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়।
আরও পড়ুন-বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে গুলি করে খুন বিএসএফ-এর!
জাগুয়ার যুদ্ধবিমানটি বুধবার রাতে জামনগরের মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই মাটিতে পড়ে যায়। বিকট শব্দও শোনা যায়। পুলিশ এয়ার ফোর্সকে ঘটনাটি জানালে, ঘটনাস্থলে যান সেনা আধিকারিকরা। জামনগরের পুলিশ সুপারও ঘটনাস্থলে পৌঁছন। জানা গিয়েছে, গ্রামবাসীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর একজন পাইলট নিখোঁজ। অপরজন কোনও ক্রমে বাইরে বেড়িয়েছেন। তাঁকে নিরাপদে উদ্ধার করা হলেও অপরজনের খোঁজ চলছে। আহত পাইলট সরকারি জিজি হাসপাতালে চিকিৎসাধীন তবে আপাতত তার অবস্থা স্থিতিশীল।
প্রসঙ্গত, এই বছরের শুরুতে, সিস্টেমের ত্রুটির কারণে হরিয়ানার পঞ্চকুলার কাছে আরেকটি জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ে। সেই সময় বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে যাওয়া গিয়েছিল।