জাতীয়

সোনা পাচারের অভিযোগে মুম্বই বিমানবন্দরে গ্রেফতার এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু

ফের একবার নজরে এয়ার ইন্ডিয়া (Air India)। এবার নিউইয়র্ক থেকে সোনা পাচারের সময় মুম্বই বিমানবন্দরে গ্রেফতার হলেন এয়ার ইন্ডিয়ার এক কেবিন ক্রু। ধৃতের কাছ থেকে ১৩৭৩ গ্রাম ওজনের সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪১ লক্ষ টাকা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে সোনা পাচারের মাস্টার মাইন্ডকেও ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। নিউ ইয়র্ক (JFK) থেকে মুম্বই (BOM) পর্যন্ত বিমান পরিষেবা, AI116 এয়ার ইন্ডিয়ার (AI) একজন ক্রু সদস্যকে ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (DRI) দেশে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করে। ১৩ জুন বিমানটি মুম্বইয়ে অবতরণের পরেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন-কেদারনাথে হেলিকপ্টার ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৭, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (BOM) তল্লাশিতে কোনও নিষিদ্ধ জিনিস পাওয়া যায়নি। তবে, জিজ্ঞাসাবাদের ফলে এই ক্রু সদস্য চোরাচালানকৃত সোনার একটি ব্যাগ তিনি গোপনে কোথায় রেখেছিলেন বলে দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি, আগেও একই ধরণের কার্যকলাপে জড়িত ছিলেন বলে জানা গিয়েছে। তিনি একাধিক সোনা পাচারের চেষ্টার কথা স্বীকার করেছেন। ঘটনাটির বিশদে তদন্ত চলছে। তিনি কাস্টমস আইন উপেক্ষা করে দেশে সোনা পরিবহনের জন্য বিমানের ক্রুদের রুট ব্যবহার করছিলেন। ধৃত দুজনেই এখন ১৯৬২ সালের কাস্টমস আইনের অধীনে হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন-নিট পরীক্ষায় প্রথম কুড়িতে বাংলার ২ পড়ুয়া

২০২৪ সালের ডিসেম্বরে একই রকম একটি ঘটনায়, চেন্নাই বিমানবন্দরে ১.৭ কেজি ২৪ ক্যারেট সোনা পাচারে এক যাত্রীকে সহায়তা করার জন্য এয়ার ইন্ডিয়ার একজন কেবিন ক্রু সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। জানা গেছে, সেই সময়ে বিমানে ওই ক্রু সদস্য সেই যাত্রীর সোনা নিজের দায়িত্বে রেখেছিলেন।

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

21 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago