প্রায় আগরতলা পৌঁছেও ফের কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিকূল আবহাওয়ার জেরেই ফের কলকাতা ফিরবে বিমানটি। ফের ১৭৪ জন যাত্রী নিয়ে কলকাতায় ফিরে আসে বিমানটি।

Must read

আবহাওয়া খারাপ আর তার ফলেই যাওয়া হল না আগরতলা (Agartala) । সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে আগরতলাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ২৬৪২ বিমানটি বিকেল ৫.৫০ মিনিটে ওড়ার পরেই মাঝ আকাশে বিপত্তি। জানা গিয়েছে, বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। প্রায় আগরতলার সামনে গিয়েও আকাশের অবস্থা ভাল নয় বুঝে সিদ্ধান্ত নিতে হয়। অন্যদিকে সন্ধ্যার পর আগরতলায় কোনও বিমান ওঠানামা করে না। স্বাভাবিকভাবেই পাইলটদের মধ্যে সব মিলিয়ে উদ্বেগ বাড়তে থাকে। দ্রুত যোগাযোগ করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে।

আরও পড়ুন-আজ জামশেদপুর যাচ্ছে ডায়মন্ড হারবার

অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিকূল আবহাওয়ার জেরেই ফের কলকাতা ফিরবে বিমানটি। ফের ১৭৪ জন যাত্রী নিয়ে কলকাতায় ফিরে আসে বিমানটি। সন্ধ্যা সাতটা নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

Latest article