শুক্রবার নয়াদিল্লি (New Delhi) থেকে সান ফ্রান্সিস্কোর উদ্দেশে যাত্রা করে এয়ার ইন্ডিয়ার (Air India) এআই১৮৩ উড়ান। কিন্তু হঠাৎ মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সতর্কতা অবলম্বন করতেই বিমানটিকে রাশিয়ার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। উড়ানটি ক্রাসনোইয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতণ করে। সূত্রের খবর, বিমানের কার্গো হোল্ডে সমস্যা দেখা দিয়েছিল। মাঝ আকাশে সমস্যা বুঝতে পারেন পাইলটরা। এরপরই বিমানটিকে জরুরি অবস্থায় ঘুরিয়ে দেওয়া হয় রাশিয়ার দিকে। সেখানে বিমানটি অবতণ করে।
আরও পড়ুন-পরনে ধুতি, তাই কৃষককে ঢুকতে দেওয়া হল না বেঙ্গালুরুর শপিং মলে
বিমানে ২২৫ জন যাত্রী এবং ১৯ জন ক্রু সদস্য ছিলেন। সকলেই নিরাপদে আছেন। রাশিয়ার ক্রাসনোইয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যেই যাত্রীদের জন্যে বিভিন্ন রকম বন্দোবস্ত করা হচ্ছে। ক্রাসনোইয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার নিজস্ব কর্মী না থাকায় এই বিমানবন্দরে পরিষেবা প্রদান করে না এয়ার ইন্ডিয়া। তাই তৃতীয় পক্ষের সাহায্যে ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন-ডাক্তারি প্রবেশিকার কেন্দ্রভিত্তিক ফলপ্রকাশ শনিবারই
প্রসঙ্গত, গতবছর একই ভাবে এয়ার ইন্ডিয়ার একটি বিমান রাশিয়ার মাগাদান বিমানবন্দরে অবতরণ করেছিল। সেই ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে তখন অব্যবস্থার অভিযোগ উঠেছিল। ক্রাসনোইয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ায় এবারের পরিস্থিতি অন্যরকম হবে আশা করা যায়।