দেশের নয়া বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং

Must read

দেশের নয়া বায়ুসেনা প্রধান হচ্ছেন অমরপ্রীত সিং (Amarpreet Singh)। আগামী ৩০ সেপ্টেম্বর দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। শনিবার তাঁকে নিয়োগ করল কেন্দ্র। বর্তমানে বায়ুসেনাকে নেতৃত্ব দিচ্ছেন মার্শাল বিবেকরাম চৌধুরী। তিনি আগামী ৩০ সেপ্টেম্বর অবসর গ্রহণ করবেন। তাঁর জায়গায় দায়িত্ব নেবেন অমরপ্রীত।

আরও পড়ুন-কন্যাশ্রী-রূপশ্রী প্রকল্পের ভূয়সী প্রশংসায় UNICEF

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বায়ুসেনার ৪৭ তম সহকারী প্রধান হিসাবে নিযুক্ত হন অমরপ্রীত সিং (Amarpreet Singh)। তিনি ১৯৮৪ সালে তিনি বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। তিনি পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ডের প্রবীণ এয়ার স্টাফ অফিসার হিসাবেও কাজ করেছেন। অমরপ্রীত মিগ-২৭ স্কোয়্যাড্রনের কমান্ডিং অফিসার হিসাবেও কাজ করেছেন। কর্মদক্ষতার জন্য তিনি পরম বিশিষ্ট সেবা পদক এবং অতি বিশিষ্ট সেবা পদক পান।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে দেশের বায়ুসেনা প্রধান পদে রয়েছেন বিবেক। তেজস, সুখোই-৩০, রাফাল-সহ একাধিক যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্তির পিছনে বিবেকরামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কার্গিল যুদ্ধেও তিনি অংশ নিয়েছিলেন।

Latest article