প্রতিবেদন : কয়েক ঘণ্টার বৃষ্টিতে দমবন্ধ পরিস্থিতি থেকে সামান্য স্বস্তি মিললেও ভূত চতুর্দশী বা উত্তর ভারতের জনপ্রিয় ‘ছোটি দিওয়ালি’র পর রাজধানীর বায়ুদূষণ (Delhi Pollution) আবারও খারাপ থেকে অতি খারাপ স্তরে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের রিপোর্ট অনুযায়ী, দীপাবলির দিন সকাল থেকেই রাজধানী সংলগ্ন আশপাশের এলাকার বায়ুর গুণগত মান ছিল খারাপ স্তরে এবং কিছু কিছু এলাকায় তা অতি খারাপ স্তরেও রয়েছে।
ছোটি দিওয়ালির আলোর উৎসবের পর রবিবার যেভাবে ধোঁয়াশায় মুখ ঢেকেছে রাজধানীর আকাশ তাতে সোমবার সকাল থেকে পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে তা বলাই বাহুল্য। হাজার নিষেধাজ্ঞা সত্ত্বেও দীপাবলির কয়েকদিন আগে থেকেই আতশবাজির ঠেলায় প্রতিবারের মতো এবারও দূষণে প্রাণ ওষ্ঠাগত দিল্লিবাসীর (Delhi Pollution)। দিল্লি ছাড়া সংলগ্ন নয়ডা ও গাজিয়াবাদের বাতাসও রবিবার ছিল দূষিত। ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল সমগ্র দিল্লি-এনসিআর। শ্বাসকষ্ট, চোখে জ্বালাভাব অনুভব করেছেন অনেকেই। ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, লোধি রোড প্রভৃতি এলাকা ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অনুসারে, সকাল ৭টায় আনন্দ বিহারে একিউআই রেকর্ড করা হয়েছে ২৬৭ সেখানে আর কে পুরমে ২৪১-এ ছিল দূষণের মাত্রা। পাঞ্জাবি বাগে, রবিবার সকালে একিউওয়াই ছিল ২৩৩ এবং আইটিওতে ২২৭।
আরও পড়ুন- ফের মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন ট্রুডো