প্রতিবেদন : শীত আসার আগেই বায়ুদূষণ নিয়ে কড়া মনোভাবের কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পাঞ্জাব এবং হরিয়ানা সরকারকে চরম হুঁশিয়ারি দিল দেশের শীর্ষ আদালত৷ রীতিমতো ভর্ৎসনা করা হল ২ রাজ্যের প্রশাসনকে। তলব করা হল হরিয়ানার মুখ্যসচিবকে। গত বছর শীতের আগে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের বিস্তীর্ণ অংশে ফসলের অবশিষ্টাংশ বা পোড়ালি জ্বালানো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল শীর্ষ আদালত৷ এই পোড়ালি জ্বালানো ধোঁয়া থেকেই তৈরি হয় দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশের বায়ুদূষণ৷ প্রতি বছরের প্রায় রুটিন হয়ে দাঁড়ানো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে তিনটি রাজ্য সরকারকে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশও দেওয়া হয়েছিল৷ তারপরেও কাজের কাজ কিছুই হয়নি৷
আরও পড়ুন-বাজার চড়া, তবুও সাড়ম্বর লক্ষ্মীর আরাধনা বাংলায়
এদিকে বছর ঘুরে আরও একটি শীতকাল চলে এসেছে৷ এই পরিস্থিতিতে বুধবার দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকার নেতৃত্বাধীন বেঞ্চ পাঞ্জাব ও হরিয়ানা সরকারকে বুধবার তীব্র ভর্ৎসনা করে৷ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশের বায়ুদূষণকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তা সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে বলে সাফ জানিয়েছে সুপ্রিম কোর্ট৷ সমস্ত পদক্ষেপ শুধুমাত্র কাগজেই সীমাবদ্ধ আছে, বাস্তবে তার কোনও প্রতিফলন দেখা যায়নি— পর্যবেক্ষণ বিচারপতি অভয় এস ওকার৷ এই ক্ষেত্রে কেন কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তা জানানোর জন্য হরিয়ানার মুখ্যসচিবকে তলব করেছেন বিচারপতি অভয় এস ওকা৷ আগামী ২৩ অক্টোবর হরিয়ানার মুখ্যসচিবকে সশরীরে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে হবে৷ এর পাশাপাশি বিচারপতি ওকা জানিয়ে দিয়েছেন, আদালতের নির্দেশ না মানার কারণে শীর্ষ আদালত অবমাননার দায়ে পড়তে পারে এই দুটি রাজ্য৷