মাঝ আকাশ থেকে নিখোঁজ বিমান! হদিশ নেই মালওয়ির ভাইস প্রেসিডেন্টেরও

Must read

দিন কয়েক আগেই চপার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। তার রেশ কাটতে না কাটতেই এবার খোঁজ মিলছে না মালওয়ির ভাইস প্রেসিডেন্ট (Malawi’s Vice President) সলস চিলিমা বায়ুসেনার যে বিমানে সফর করছিলেন সেই বিমানটির। শুরু হয়েছে তল্লাশি।

বিমানে ছিলেন মালওয়ির ভাইস প্রেসিডেন্ট (Malawi’s Vice President) সলস চিলিমা, প্রাক্তন ফার্স্ট লেডি শানিল জিম্বিরি-সহ ১০ জন! সোমবার সকালে রাজধানী লিলঙ্গে থেকে ৩৭০ কিলোমিটার দূরে দেশের এক প্রাক্তন মন্ত্রীর শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন ভাইস প্রেসিডেন্ট। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট জায়গায় বিমান অবতরণ করতে পারেনি। এরপরই নিখোঁজ হয়ে যায় বিমানটি! বিমান কোথায় গেল তার হদিশ মেলেনি এখনও।

আরও পড়ুন- ক্ষমতা পেয়েই সাতদিনে চন্দ্রবাবুর পরিবারের আয় বাড়ল ১ হাজার ২২৫ কোটি

মালওয়ির প্রেসিডেন্ট লাজারুস চাকওয়েরা গোটা বিষয়টি সম্পর্কে বিবৃতি দিয়ে জানিয়েছেন, বিমানের সন্ধানে জোর কদমে খোঁজ চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বড়সড় কোনও দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি। আমেরিকা, ব্রিটেন, নরওয়ে এবং ইজরায়েল এই ব্যাপারে সাহায্যের আশ্বাস দিয়েছে।

Latest article