প্রতিবেদন : মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তৃণমূল কংগ্রেসের পোস্টার বিকৃত করছে বিজেপি। দলনেত্রীর ছবির উপর তাদের পোস্টার মেরে বিকৃত করেছে। এর প্রতিবাদ করল ত্রিপুরা তৃণমূল কংগ্রেস।
টুইটারে তাঁরা লিখেছে, ‘ত্রিপুরার বিজেপি নেতাদের জেনে রাখা দরকার, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে যতই তারা নিজেদের লোগো ব্যবহার করুক, ত্রিপুরাবাসীর হৃদয় থেকে তাঁকে সরানো অসম্ভব। তাঁর আদর্শ সামনে রেখেই আগামীতে তৃণমূল কংগ্রেস বিজেপিমুক্ত ত্রিপুরা গড়বে। বিজেপির এই বিকৃত মানসিকতা ন্যক্কারজনক।”