বারাকপুরের নয়া সিপি অজয়কুমার ঠাকুর

বদল করা হল ব্যারাকপুর পুলিশ কমিশনার আলোক রাজোরিয়াকে। তাঁর জায়গায় নতুন কমিশনার হলেন অজয়কুমার ঠাকুর।

Must read

প্রতিবেদন : বদল করা হল ব্যারাকপুর (Barrackpore) পুলিশ কমিশনার (Police Commissioner) আলোক রাজোরিয়াকে। তাঁর জায়গায় নতুন কমিশনার হলেন অজয়কুমার ঠাকুর। আলোক রাজোরিয়াকে রাজ্য পুলিশের ডিআইজি ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে অজয়কুমার ঠাকুর এতদিন কারেকশনাল সার্ভিসের ডিআইজি ছিলেন।

আরও পড়ুন-বিহারকে ললিপপ, দেশকে বুড়ো আঙুল

রাজ্য পুলিশের এসপি ট্রাফিক রাজনারায়ণ মুখোপাধ্যায়কে স্টেট আর্মড পুলিশ ফোর্সের কমান্ডেন্ট করা হল। শনিবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়।

Latest article