মুম্বই : ভারতীয় (India) সিনিয়র ক্রিকেট দলের মুখ্য নির্বাচক হলেন অজিত আগারকর (Ajit Agarkar)। মঙ্গলবার বোর্ডের পক্ষ থেকে এখবর জানানো হয়েছে। বোর্ডের তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সামনে ইন্টারভিউ দিয়েছিলেন দেশের হয়ে খেলা প্রাক্তন মিডিয়াম পেসার। এই কমিটিই তাঁকে নির্বাচকদের মাথায় বসিয়েছে। ২৬টি টেস্ট ও ১৯১টি একদিনের ম্যাচ খেলা আগারকর সিনিয়রিটির জন্যই নির্বাচক কমিটির চেয়ারম্যান হয়েছেন। বাকি চার নির্বাচক হলেন সলিল আঙ্কোলা, সুব্রত বন্দোপাধ্যায়, শশী শরত ও শিবসুন্দর দাস। ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এখনও একদিনের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড আগারকরের (Ajit Agarkar)। ২০০০-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি ২১ বলে ৫০ রান করেছিলেন।
আরও পড়ুন- নবম SAFF কাপ জিতল ভারত