প্রতিবেদন: প্রাক্তন আইপিএস অফিসার অজিত ডোভালকে (Ajit Doval) তৃতীয়বারের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিযুক্ত করল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির নির্দেশে বলা হয়েছে, আপাতত ডোভালই দায়িত্ব সামলাবেন। ডোভালের তৃতীয় দফার মেয়াদ ১০ জুন থেকে কার্যকর হয়েছে। তিনি ক্যাবিনেট মন্ত্রীর সমান পদমর্যাদা পান। এর পাশাপাশি কেন্দ্রের নিয়োগ কমিটি অবসরপ্রাপ্ত আইএএস অফিসার পি কে মিশ্রকে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন- বিজেপি রাজ্যে পাহাড়প্রমাণ দুর্নীতি, বলছেন বাংলার চিকিৎসকরাই
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) ১৯৬৮ ব্যাচের আইপিএস অফিসার। তিনি একজন বিখ্যাত কাউন্টার টেররিজম এবং পারমাণবিক হামলা বিষয়ে বিশেষজ্ঞ। অন্যদিকে পি কে মিশ্র ১৯৭২ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। কেন্দ্রীয় সরকারের কৃষিসচিব হিসাবে অবসর নেওয়ার পর গত এক দশক ধরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আছেন।