প্রতিবেদন: মহারাষ্ট্রের রাজনীতিতে প্রতিদিনই নতুন চমক। মাত্র দু’সপ্তাহ আগেই রাজ্য রাজনীতিতে ঝড় তুলে এনসিপি ছেড়েছিলেন অজিত পওয়ার। শুধু দল ছাড়াই নয়, একনাথ শিণ্ডে সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়েছিলেন অজিত (Ajit Pawar)। কিন্তু হঠাৎই আবারও ছন্দপতন! রবিবার বিকেলে ফের একাধিক মন্ত্রী-সহ ভাইপো অজিত দেখা করলেন কাকা শরদ পওয়ারের (Sharad Pawar) সঙ্গে। রবিবার বিকেলে এনসিপি সুপ্রিমোর অফিসে দেখা হয় তাঁদের। রাজনৈতিক মহল মনে করছে, এনসিপি সুপ্রিমো শরদ মুখে যা-ই বলুন না কেন তাঁর সঙ্গে তলে তলে বিজেপির যোগ রয়েছে। তাঁর ইশারাতেই বিজেপি শিবিরে ভিড়েছেন অজিত। তাঁদের বিরুদ্ধে থাকা একাধিক দুর্নীতির তদন্ত থেকে বাঁচতেই পাওয়ার শিবিরের এই বিজেপি-প্রীতি। শারদের সঙ্গে বৈঠকের পর তাঁকেই দলীয় নেতা হিসাবে সম্বোধন করেছেন বিদ্রোহী বিধায়করা। সাক্ষাৎপর্বের পর প্রফুল জানিয়েছেন, আজ আমরা আমাদের ঈশ্বর এবং আমাদের নেতা শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে দেখা করলাম। তাঁর আশীর্বাদ প্রার্থনা করেছি। এই বৈঠকের জন্য আগাম কোনও পরিকল্পনাও ছিল না। শরদজি আমাদের সব কথা মন দিয়ে শুনেছেন।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে বিপর্যয় মোকাবিলার কাজ শুরু, আসছে বিশেষ দল, উত্তর প্রস্তুত