জ্ঞানবাপী, তাজমহল,সম্ভালের জামা মসজিদের পর এবার রাজস্থানের আজমির শরিফ (Ajmer Sharif) নিয়েও এবার প্রশ্ন উঠেছে। হিন্দুত্ববাদী দুই সংগঠন রাজস্থানের (Rajasthan) আদালতে এই নিয়ে মামলা করেছে এবং সেখানে ফের একবার পুজো করার অনুমতি চেয়েছে। এরপরেই আদালত কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নোটিস পাঠিয়েছে।
আরও পড়ুন-ঝাড়খণ্ডে স্কুলের ভেতর প্রধান শিক্ষিকাকে গুলি শিক্ষকের
মামলাকারীরা দাবি করেন, শিব মন্দিরের জায়গায় আজমির শরিফের খাজা মইনুদ্দিন চিস্তির দরগা তৈরি হয়েছিল। ২০২২ সাল থেকে ওই দরগাকে শিব মন্দির বলে দাবি করেন তাঁরা। হিন্দু সেনা এবং মহারানা প্রতাপ সেনা নামের এই দুই হিন্দু সংগঠন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কাছে দরগার বৈজ্ঞানিক পরীক্ষার দাবি জানান। বিচারপতি এই নিয়ে রিপোর্ট চেয়েছেন। আগামী ২০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি আছে। মামলাকারী ১৯১১ সালের প্রাক্তন এক বিচারপতির লেখা বইকে কেন্দ্র করে দরগার চারিদিকে হিন্দু দেবতাদের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান। জানানো হয় তাঁরা চাইছেন, দরগার যদি কোনও রেজিস্ট্রেশন থাকে তাহলে সেটা বাতিল করা হোক এবং এখানে হিন্দুদের আবার নতুন করে পুজো করতে দেওয়া হোক। তাদের দাবি তাঁরা তাঁদের যুক্তির স্বপক্ষে আদালতে সবরকম তথ্য দিয়েছে। এরপরেই আদালত দুই পক্ষকে নোটিস দিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
আরও পড়ুন-মণিপুরে নৃশংসভাবে ক্ষতবিক্ষত ১০ মাসের শিশুর দেহ, এল ময়নাতদন্ত রিপোর্ট
উল্লেখ্য, দরগার তরফে এই দাবিকে গুরুত্ব না দিয়ে বলা হয়েছে দরগায় শিব মন্দিরের অস্তিত্ব সম্পর্কে যুক্তি ভিত্তিহীন এবং ভুল। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ইচ্ছে করেই এই ধরনের মামলা করা হয়েছে।