‘এটা অখিল অন্যায় করেছে, আমি ক্ষমা চাইছি আমার দলের তরফ থেকে’ অখিল প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরি যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তার ফলে গোটা বাংলার বেশ কিছু সম্প্রদায় উত্তপ্ত হয়েছে।

Must read

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরি যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তার ফলে গোটা বাংলার বেশ কিছু সম্প্রদায় উত্তপ্ত হয়েছে। এর জেরেই বেশ কিছু জায়গায় পুড়েছে কুশপুতুল। রাস্তায় পুড়েছে টায়ার। মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে মুখ খুলছেন না কেন এই নিয়ে প্রশ্ন করেছে বিরোধীরা। এবার সেই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বলেন, “রাষ্ট্রপতিকে আমরা সকলেই শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি ভীষণ সম্মানীয় একজন। তাঁর সম্পর্কে অখিলের এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। আমরা এটিকে নিন্দা করেছি এবং দলের তরফে ওকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমার ওর এই মন্তব্যকে সমর্থন করি না। ওকে বলে দেওয়া হয়েছে, এই ধরনের মন্তব্য যেন আর না করেন।”

আরও পড়ুন-“দিল্লির টাকা বাংলায় চাই না”, ফের বকেয়া টাকা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, ” আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব সম্মান করি। আমি মনে করি, সৌন্দর্য শুধুমাত্র রঙের মধ্যে হয় না। সৌন্দর্য শুধুমাত্র দেখার মধ্যে হয় না। সৌন্দর্য হল ভিতরের সৌন্দর্য। তিনি খুব ভাল, খুব সুন্দর মহিলা। আমি ওনাকে খুব পছন্দ করি। এটা অখিল অন্যায় করেছে। আমি ক্ষমা চাইছি আমার দলের তরফ থেকে। আমার কাউকে ব্যক্তি আক্রমণ করি না। এটা দলের সংস্কৃতি নয়। আমরা তাঁকে সতর্ক করে দিয়েছি, যাতে এমন কাজ ভবিষ্যতে না হয়। ভবিষ্যতে আবার হলে দল যথাযথ ব্যবস্থা নেবে।”

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘বীরবাহা তো আদিবাসী পরিবারের মেয়ে। একটা সাংস্কৃতিক পরিবারের মেয়ে। তাঁকে যদি কেউ বলে জুতোর নীচে রেখে দেওয়ার মতো, সেটা কি রুচিকর? দাঁড়কাকের মতো বলাটা কি রুচিকর?’’

আরও পড়ুন-“দিল্লির টাকা বাংলায় চাই না”, ফের বকেয়া টাকা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বাংলায় কুৎসা ছড়ানোর অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কাজে রাজ্যের প্রাপ্য আটকে দেওয়ার জন্য বিজেপি-র নেতাদের চিঠির প্রসঙ্গ তুলে মমতা বলেন, এরা বাংলাকে বঞ্চিত করছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিশুপুত্রকে নিয়ে শুভেন্দু অধিকারীর করা মিথ্যে টুইটেরও কড়া জবাব দেন মমতা।

Latest article