ইডি-সক্রিয়তায় তোপ অখিলেশের

এই নিয়ে বিজেপি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সব গোপন নথি হাতাতে আইপ্যাকের দফতরে ইডি হানা। তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থার সল্টলেকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির। এই নিয়ে বিজেপি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-গঙ্গাসাগর সেতু তৈরি হলে ইতিহাস হবে: মেলার শিবির উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় হার নিশ্চিত বুঝে ফের বিজেপির নির্দেশে ইডি-সিবিআইয়ের সক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এক্স মাধ্যমে অখিলেশ লিখেছেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করা সংস্থা আইপ্যাক-এর দফতরে ইডি হানা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সদর দফতরে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগে ফের সক্রিয় হয়েছে ইডি। বিজেপি যে বাংলায় পুরোপুরি হারছে, এটাই তার প্রথম প্রমাণ!

Latest article