প্রতিবেদন: মণিপুর স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে বলে দাবি করছে কেন্দ্র। তাহলে কেন মণিপুরে জি-২০-র কোনও ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে না?
শনিবার মোদি সরকারকে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তাঁর আরও প্রশ্ন, কেন উত্তর-পূর্বের রাজ্যটিকে জি-২০-র ইভেন্ট থেকে বাদ দেওয়া হবে যখন ভারত উন্নত দেশগুলির মধ্যে একটি হতে চায়!
আরও পড়ুন-বাবরি ধ্বংসের হোতার জীবনী, যোগীরাজ্যে স্কুলপাঠ্য
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি যদি এই ইভেন্টগুলি থেকে সুবিধা নিতে চায় তবে তাদের উচিত দলীয়ভাবে অনুষ্ঠানগুলিকে স্পনসর করা। সরকার কেন করদাতাদের পয়সায় পৃষ্ঠপোষকতা করছে? কেন্দ্র একদিকে বলছে মণিপুরে পরিস্থিতি ঠিক আছে, অথচ মণিপুরে জি-২০ ইভেন্ট নেই। এতেই বোঝা যাচ্ছে তারা মিথ্যাচার করছে। এর পাশাপাশি ইন্ডিয়া জোট নিয়ে মোদি ও বিজেপি ভয় পেয়ে অপপ্রচার করছে বলে তোপ দাগেন অখিলেশ।