প্রতিবেদন : সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) বুধবার জানিয়েছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার সমাজবাদী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের মইনপুরী জেলার করহাল কেন্দ্র থেকে ভোটে লড়বেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। উল্লেখ্য, বাবা মুলায়ম সিং যাদবও জীবনের প্রথম বিধানসভা ভোটে সপার দুর্গ বলে পরিচিত এই করহাল কেন্দ্রেই লড়াই করেছিলেন। মইনপুরীর করহাল কেন্দ্রে ভোট ২০ ফেব্রুয়ারি। বড় কোনও পরিবর্তন না হলে সপা তথা যাদব পরিবারের গড় হিসাবে পরিচিত এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে দলনেতা অখিলেশ যাদবকে (Akhilesh Yadav)।
আরও পড়ুন – সংসদের অধিবেশন শুরুর আগে দলীয় সাংসদদের বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বুধবার ভোটে লড়ার কথা ঘোষণার পর থেকেই শোনা যাচ্ছিল আজমগড়ের গুন্নুর কেন্দ্র থেকে লড়াই করতে পারেন অখিলেশ। রাজনৈতিক মহলের সকলেই যখন গুন্নুর কেন্দ্রে অখিলেশের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা করতে শুরু করেছে সে সময় জানা গেল মইনপুরী জেলার করহাল বিধানসভা থেকে লড়াই করবেন অখিলেশ।
করহাল কেন্দ্র বেছে নেওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য কী তা নিয়ে রাজনৈতিক মহল মনে করছে, এই কেন্দ্রে সংখ্যালঘু এবং দলিত সম্প্রদায়ের ভোটাররাই সংখ্যাগরিষ্ঠ। সেকারণেই অখিলেশ এই কেন্দ্রটি বেছে নিয়েছেন। অখিলেশ বর্তমানে আজমগড় লোকসভা কেন্দ্রের সাংসদ। তিনি ইতিপূর্বে কখনও বিধানসভা নির্বাচনে লড়াই করেননি। ২০১২ সালে উত্তরপ্রদেশ বিধান পরিষদের নির্বাচনে জিতে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। করহাল কেন্দ্রটি বর্তমানে সমাজবাদী পার্টির দখলেই আছে। ১৯৯৩ সাল থেকে এই কেন্দ্রে সপা লাগাতার সাতবার জয়ী হয়েছে।