যোগীকে খোঁচা অখিলেশের

Must read

প্রতিবেদন : উত্তরপ্রদেশ (Uttarpradesh) বিধানসভা নির্বাচনে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র কটাক্ষ করলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। বিজেপির প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লড়ছেন গোরক্ষপুর কেন্দ্র থেকে। এই বিষয়েই বিজেপি ও যোগীকে রাজনৈতিক খোঁচা দেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

আরও পড়ুন –  বিজেপিতে বিদ্রোহ: নাম না করে অমিতাভর বিরুদ্ধে তোপ দাগলেন শান্তনু 

সপা প্রধান শনিবার বলেন, এতদিন বিজেপি বলত যোগী অযোধ্যা থেকে লড়বেন, না হলে মথুরা বা প্রয়াগরাজ থেকে। কিন্তু দেখে খুব ভাল লাগছে যে, বিজেপি যোগীকে সেই গোরক্ষপুরেই পাঠিয়ে দিয়েছে। আসলে যোগী হারার ভয় পাচ্ছিলেন। সেইজন্যই তাঁকে গোরক্ষপুরে পাঠানো হয়েছে। তবে আমার মনে হয়, যোগীর ওখানেই থাকা উচিত। আর ফেরার দরকার নেই।
সম্প্রতি বিজেপি ছেড়েছেন যোগী সরকারের তিনজন মন্ত্রী ও আরও ছ’জন বিধায়ক। গেরুয়া দল ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন এঁদের অধিকাংশই। উত্তরপ্রদেশে (Uttarpradesh) ক্ষমতা ধরে রাখা এখন বিজেপির কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। বিজেপির মোকাবিলা করতে রাজ্যে একাধিক ছোট রাজনৈতিক দলের সঙ্গে জোট করে লড়াই করছে অখিলেশ যাদবের সপা। এই জোট ছাড়াও সাম্প্রতিক কৃষকদের আন্দোলন বিজেপির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পুনরায় লখনউয়ের কুর্সিতে ফিরতে যোগী তাই স্বভাবসিদ্ধ কায়দায় মেরুকরণকেই তুরুপের তাস করেছেন। বিজেপির চিরাচরিত বিভাজন নীতিকে উসকে বলেছেন, এবারের নির্বাচন হল ৮০ এবং ২০-র মধ্যে লড়াই। ৮০ শতাংশ বলতে যোগী হিন্দুদের এবং ২০ শতাংশ বলতে সংখ্যালঘু সম্প্রদায়কে বুঝিয়েছেন।

Latest article