পুলিশের চায়ে বিষ-শঙ্কা প্রকাশ অখিলেশ যাদবের

ওই গ্রেফতারির প্রতিবাদেই রবিবার লখনউ পুলিশের সদর দফতরে বিক্ষোভ দেখান সপা কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন সপা প্রধান নিজেও।

Must read

যোগীর রাজ্যে পুলিশকে বিশ্বাস করতে পারছেন না রাজ্যের বিরোধী দলনেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সে কারণে তিনি পুলিশের দেওয়া চা খাবেন না বলে সাফ জানিয়ে দিলেন। স্বাভাবিকভাবেই সমাজবাদী পার্টি প্রধানের এই মন্তব্যে উত্তরপ্রদেশের রাজনীতিতে আলোড়ন তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সম্প্রতি এসপি নেতা মণীশজগন আগরওয়ালকে গ্রেফতার করেছে লখনউ পুলিশ।

আরও পড়ুন-যাত্রীর গায়ে প্রস্রাব নিয়ে মুখ খুললেন টাটা সন্সের চেয়ারম্যান

ওই গ্রেফতারির প্রতিবাদেই রবিবার লখনউ পুলিশের সদর দফতরে বিক্ষোভ দেখান সপা কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন সপা প্রধান নিজেও। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পুলিশকর্তাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন অখিলেশ। তাঁকে শান্ত করতে পুলিশ আধিকারিকেরা চা খাওয়ার প্রস্তাব দেন। সেই সময় অখিলেশ স্পষ্ট বলেন, তিনি চা খাবেন না। দরকার হলে দোকান থেকে চা কিনে খাবেন। কারণ তিনি পুলিশকে বিশ্বাস করেন না। তাঁর আশঙ্কা পুলিশ চায়ে বিষ মিশিয়ে রেখেছে।

Latest article