প্রতিবেদন : সুব্রহ্মণ্যম স্বামীর পর এবার বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, রাবড়িদেবী। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে খুনের হুমকিও দেওয়া হল। আরজি করের (R G Kar) ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে অখিলেশ যাদব স্পষ্ট ভাষায় বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের অন্যতম জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। যেকোনও স্পর্শকাতর বিষয় নিয়েই তাঁকে চোখ বুজে ভরসা করা যায়। কিন্তু বিজেপি শকুনের রাজনীতি করে। কোনও একটি দুঃখজনক ঘটনা ঘটলেই সেই ঘটনার রাজনীতি-করণ করতে নেমে পড়ে। এ ব্যাপারে তাদের সঙ্গে অন্য কোনও দলের তুলনা চলে না। রাবড়িদেবী বলেন, এধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে। এগুলো সামাজিক ব্যধি। এর বিরুদ্ধে কেন্দ্রীয়স্তরে লড়াই করতে হবে। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে হুমকি নিয়ে পুলিশ তৎপর। শ্যাম চৌহান নামে এক ব্যক্তি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছে। ইনস্টাগ্রামের প্রোফাইল নেম কীর্তি সোশ্যাল। লেখা হয়েছে, ইন্দিরা গান্ধীর যে পরিণতি হয়েছিল, সেই রকম পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায়েরও করতে হবে। পুলিশের তরফ থেকে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন- নন্দীগ্রামে নারকীয় হিংসা, তৃণমূল করায় মহিলাকে নগ্ন করে দৌড় করাল বিজেপি