১৩.৩ ওভারে মাঠ ছাড়েন অক্ষর, মুখরক্ষা করলেন বিরাট

গ্রুপ লিগের ৪টি, সুপার এইট রাউন্ডের ৩টি ও সেমিফাইনাল মিলিয়ে গোটা টুর্নামেন্টের ৮টি ম্যাচে একটিও ম্যাচে হারে নি ভারত।

Must read

১৪তম ওভারে বল করেন কাগিসো রাবাদা। তাঁর ওভারের প্রথম বলেই ছয় মেরে ভারতকে ১০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। কিন্তু শেষ রক্ষা হল না ১৩.৩ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন অক্ষর। নিশ্চিত হাফ-সেঞ্চুরি আর হল না। ৩১ বলে ৪৭ রান করেন অক্ষর। হয় ১টি চার ও ৪টি ছয়। ভারত ১০৬ রানে ৪ উইকেট হারায়। এরপর ব্যাট করতে নামেন শিবম দুবে। সেই ওভারে হয় ১০ রান। ১৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ১০৮ রান। কোহলি হাফ সেঞ্চুরি করে শেষ ম্যাচে করলেন মুখ রক্ষা।

আরও পড়ুন-আজ বিশ্বকাপ ফাইনালে রোহিতদের পক্ষেই বাজি

গ্রুপ লিগের ৪টি, সুপার এইট রাউন্ডের ৩টি ও সেমিফাইনাল মিলিয়ে গোটা টুর্নামেন্টের ৮টি ম্যাচে একটিও ম্যাচে হারে নি ভারত। ইন্ডিয়ার একটি গ্রুপ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এবার বিশ্বকাপের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শেষ হার্ডলে কোন দল প্রতিপক্ষকে টেক্কা দেয় সেই নিয়ে দেশজুড়ে উৎকণ্ঠা তুঙ্গে। ব্রিজটাউনের ফাইনালে ভারত জয় তুলে নিলে এটি হবে টিম ইন্ডিয়ার দ্বিতীয় টি-২০ বিশ্বকাপের ট্রফি। দক্ষিণ আফ্রিকা জিতলে এটি তাদের সব ফর্ম্যাট মিলিয়ে প্রথম বিশ্বকাপ ট্রফি জয় হতে চলেছে।

Latest article