মুম্বই, ৫ ডিসেম্বর : প্রথম ইনিংসে চার উইকেটের পর, দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে তিন উইকেট। রবিবার তৃতীয় উইকেট শিকারের পরেই কিংবদন্তি অলরাউন্ডার স্যার রিচার্ড হ্যাডলির রেকর্ড ছুঁয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে যত টেস্ট ম্যাচ হয়েছে, তাতে উইকেট শিকারির তালিকার শীর্ষে ছিলেন হ্যাডলি। তিনি ৬৫ উইকেট দখল করেছিলেন। এদিনের পর, অশ্বিনের ঝুলিতেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬৫টি টেস্ট উইকেট। শুধু তাই নয়, হ্যাডলি ২৪ ইনিংসে ৬৫ উইকেট দখল করেছিলেন। অশ্বিনের লেগেছে মাত্র ১৭ ইনিংস।
আরও পড়ুন-অমিত শাহর নিরাপত্তা বাহিনীর ‘ভুলে’ রক্তাক্ত ওটিং, নাগাল্যান্ডে নিহত ১৩
একই সঙ্গে চলতি বছরে টেস্টে ৫০ উইকেট দখল করে ফেললেন অভিজ্ঞ ভারতীয় স্পিনার। ২০২১ সালে অশ্বিনের চেয়ে বেশি টেস্ট উইকেট বিশ্বের আর কোনও বোলার দখল করতে পারেননি। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি। তিনি ৪৪টি উইকেট পেয়েছেন এখনও পর্যন্ত। তৃতীয় স্থানে রয়েছেন আরেক পাক পেসার হাসান আলি (৩৯টি উইকেট)।
আরও পড়ুন-‘উদার’ জাওয়াদ, নিট ফল বৃষ্টি
এদিকে, বছরটা তাঁর জন্য স্বপ্নের মতোই কাটছে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর মিডিয়ার মুখোমুখি হয়ে স্বীকার করলেন অশ্বিনের স্পিন পার্টনার অক্ষর প্যাটেল। এই বছরেরই টেস্ট অভিষেক ঘটেছে গুজরাতের বাঁ হাতি স্পিনারের। এখনও পর্যন্ত পাঁচ টেস্টে তাঁর শিকার ৩৬ উইকেট! পাশাপাশি ব্যাট হাতেও নজর কাড়ছেন অক্ষর। গতকাল প্রথম টেস্ট হাফ সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন। রবিবার করলেন ২৫ বলে ঝোড়ো ৪১ রানের অপরাজিত ইনিংস।
আরও পড়ুন-পর্যটকের ভিড়
অক্ষর বলছেন, ‘‘সত্যি কথা বলতে কী, বছরটা স্বপ্নের মতোই কাটছে। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজেও ভাল বল করলাম। মাঝখানে আইপিএলের ভাল পারফর্ম করেছি।’’ সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘‘তবে সাফল্যে গা ভাসালে চলবে না। এখনও বেশ কিছু জায়গায় আমাকে আরও উন্নতি করতে হবে।’’