ভারতীয় নাগরিক হিসেবে প্রথমবার ভোট দিলেন বলিউডের খিলাড়ি!

Must read

প্রথমবার ভারতে ভোট দিলেন বলিউডের খিলাড়ি (Akshay Kumar)। ২০২৩ সালেই ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন সুপারস্টার অক্ষয় কুমার। সাতসকালেই একেবারে জন সাধারণের সঙ্গেই প্রায় পাঁচ-ছয়শো লোকের ভিড়ে বুথে লাইন দিয়ে ভোট দিতে দেখা গেল অক্ষয়কে (Akshay Kumar)।

মুম্বইয়ের জুহুর একটি বুথে গিয়ে ভোট দিলেন অক্ষয়। ভোট দিয়ে বেরিয়েই অভিনেতা বলেন, “আমি চাই ভারতের আরও উন্নতি হোক। দেশ আরও শক্তিশালী হোক সবদিক থেকে। তা মাথায় রেখেই আমি ভোট দিয়েছি। জনতা যাকে সঠিক মনে করবে, তাকেই ভোট দিক। আমার মনে হয়, এবার বহু সংখ্যক ভোটাররা বুথে আসছেন। আমি যখন সকালে এলাম, তখন সদ্য পোলিং বুথ খুলেছে। আর তখনই দেখলাম প্রায় ৫০০-৬০০ লোকের ভিড়।” এর আগে কানাডার নাগরিকত্ব ছিল খিলাড়ি কুমারের। বহু চেষ্টার পর গতবছর শেষমেশ ভারতের নাগরিক হয়েছেন তিনি।

আরও পড়ুন- মোদির গ্যারান্টি ফোর টোয়েন্টি তথ্য দিয়ে বোঝালেন অমিত

সোমবার ২০ মে দেশের ৬ টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে চলছে পঞ্চম দফার ভোটগ্রহণ। এদিন সকালে ভোটদান করেছেন ফারহান আখতার, জোয়া আখতার, জাহ্নবী কাপুর, রাজকুমার রাও, তাব্বু, অনীল কাপুর, ইমরান হাশমী, বিশাল দাদলানি, অনুপম খের-সহ একাধিক বলিউড তারকা।

Latest article