নয়াদিল্লি: বিদেশ থেকে মোটা অঙ্কের টাকা নিয়মিতভাবে ঢুকত দিল্লি বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে থাকা হরিয়ানার আল ফালহা মেডিক্যাল কলেজের ফান্ডে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের বড়মাপের প্রোমোটারদের কাছ থেকেও টাকা তুলত মহিলা জঙ্গি চিকিৎসক শাহিন শাহিদের ভাই। এই নিয়েও এবার তদন্তে নামলেন গোয়েন্দারা। আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকিকে।
আরও পড়ুন-আজ ১৩,৪২১ শূন্যপদে নিয়োগের আবেদন নেবে পর্ষদ, ৫০ হাজার কর্মসংস্থান
বিশ্বের কোন কোন দেশ থেকে জঙ্গি তৈরির আঁতুড়ঘর এই মেডিক্যাল কলেজে মোটা টাকা পাঠানো হয়েছে তা খতিয়ে দেখার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা৷ মঙ্গলবার সারাদিন দিল্লি এবং হরিয়ানায় আল ফালহা মেডিকেল কলেজের অফিস ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগে তল্লাশি করা হয়েছে৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সৌদি আরব, তুরস্ক, সিরিয়ার মতো দেশগুলি থেকে মোটা অঙ্কের আর্থিক অনুদান দেওয়া হয়েছে আল ফালহা মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়কে৷ মঙ্গলবার সাতসকালেই ইডির দল এই বিশ্ববিদ্যালয়ের দিল্লির ওখলা অফিসে হানা দেয়। একইসঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ২৫টি জায়গায় ইডির প্রতিনিধিরা হাজির হয়েছেন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে যুক্ত গোয়েন্দারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন ধৃত জঙ্গিদের জেরা করে৷ আল ফালহা হাসপাতালের সঙ্গে যুক্ত মহিলা জঙ্গি চিকিত্সক শাহিন শাহিদের ভাই ডাক্তার পারভেজ আনসারি উত্তরপ্রদেশের বিভিন্ন প্রোমোটারদের থেকে টাকা তুলত৷ এই টাকাই ব্যবহার করা হত টেরর সিন্ডিকেটে, দাবি গোয়েন্দাদের৷
আরও পড়ুন-দিনের কবিতা
এদিকে উমরের একটি ভিডিও বার্তা হঠাৎই প্রকাশ্যে। স্যোশাল মিডিয়া হ্যান্ডেল টেলিগ্রামে এই ভিডিও বার্তা প্রকাশ পেয়েছে। অনুমান করা হচ্ছে আত্মঘাতী হামলার বেশ কিছুদিন আগেই সে এই বার্তা রেকর্ড করায়। সেখানে স্পষ্ট ইংরেজি উচ্চারণে কেন আত্মঘাতী বোমারু তৈরি করা হয়, সেই সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে সে। আত্মঘাতী বোমারুদের নিয়ে বেশির ভাগেরই ভুল ধারণা রয়েছে বলেও ভিডিওতে দাবি উমরের।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…