আবার মাথা তুলছে আল কায়দা! আত্মঘাতী হামলা ইয়েমেনে হত ১৬ সেনা

এই প্রথম নয়, এর আগে গত মার্চেও সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে বোমা-হামলা চালিয়েছিল আল কায়দার আরব উপদ্বীপ শাখা।

Must read

প্রতিবেদন: আবার মাথাচাড়া দিয়ে উঠছে আল কায়দা? ইয়েমেনের আবিয়ান প্রদেশে একটি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনার দায় স্বীকার করেছে তারা। শুক্রবারের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ সেনা। জখম হয়েছেন অন্তত ১৮ জন।
ইয়েমেনের সেনাবাহিনীর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব এ খবর জানিয়েছেন। আল জাজিরা সূত্রে জানা গিয়েছে, আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার একটি মিলিটারি চেকপোস্টে এই হামলা হয়। হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে এসে তাতে বিস্ফোরণ ঘটায়। আল কায়দার আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এই হামলার দায় স্বীকার করেছে।

আরও পড়ুন-মহিলা তৃণমূলকর্মীর বাড়িতে আগুন দিল বিজেপি কর্মীরা

এই প্রথম নয়, এর আগে গত মার্চেও সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে বোমা-হামলা চালিয়েছিল আল কায়দার আরব উপদ্বীপ শাখা। প্রাণ হারিয়েছিলেন সেনাবাহিনীর ২ সদস্য। সেই প্রথম আল কায়দা জানান দিয়েছিল তাদের উপস্থিতি।
জানা গিয়েছে, ২০০৯ সালে আল কায়দার আরব উপদ্বীপের এই শাখাটি গঠিত হয়েছিল। ২০১৫ সালে ইয়েমেনে সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরু হলে তারা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তলে তলে শক্তি অর্জন করে এখন ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। স্বাভাবিকভাবেই অস্থিরতা দেখা দিয়েছে আঞ্চলিক সমীকরণে।

Latest article