বঙ্গ

২৪ ঘণ্টার মধ্যেই ধৃত জানে আলম

সুস্মিতা মণ্ডল, মগরাহাট :‌ মগরাহাটের জোড়া খুনের পর ২৪ ঘণ্টাও কাটল না। পুলিশি তৎপরতায় ধরা পড়ল খুনের মূল অভিযুক্ত জানে আলম মোল্লা। রবিবার সকালে গাড়ি করে পালানোর সময় টালিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খুনের পরই গা-ঢাকা দিয়েছিল অভিযুক্ত জানে আলম। পুলিশকে ফাঁকি দিতে নিজের মোবাইল ফোনটিও ফেলে দেয় সে। গত কয়েক ঘণ্টা সঙ্গীদের মোবাইল ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিল অভিযুক্ত। কিন্তু পুলিশের কড়া নজর এড়াতে পারেনি সে। ঘটনার পরই জানে আলমের মোবাইল টাওয়ার ট্র্যাক করতে শুরু করে পুলিশ। বেলা বারোটা নাগাদ টালিগঞ্জের চারুমার্কেট থানার পুলিশ টালিগঞ্জ ফাঁড়ির সামনে থেকে গাড়ি সমেত জানে আলম মোল্লাকে পাকড়াও করে। তাকে ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতের বিরুদ্ধে খুন, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। জানে আলম গ্রেফতার হলেও খুনে ব্যবহৃত তার লাইসেন্সপ্রাপ্ত পিস্তলের খোঁজ এখনও মেলেনি। তাকে হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করতে চায় পুলিশ। জানে আলম ছাড়া খুনের সময় অন্য আর কেউ সেখানে ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গ্রেফতার হওয়ার পর এখনও পর্যন্ত খুব বেশি জেরা করার সুযোগ হয়নি। প্রাথমিকভাবে পাওনা টাকা নিয়ে গন্ডগোলের জেরে এই খুন বলেই জানা গিয়েছে।’’ রবিবার সকালেও থমথমে ছিল গোটা মাগুরপুকুর এলাকা। নিহত বরুণ চক্রবর্তী ও মলয় মাখালের বাড়িতে আসেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল ও বিধায়ক নমিতা সাহা। মগরাহাট-‌২ ব্লক ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি পরিবারের হাতে আড়াই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। বিডিও আর্থিক সাহায্য করেন দুটি পরিবারকে।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

40 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

48 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago