হামবুর্গ, ১৯ জুন : আলবেনিয়ার সঙ্গে ২-২ ড্র করে ইউরো কাপ থেকে ছিটকে যাওয়ার মুখে ক্রোয়েশিয়া (Albania vs Croatia)। প্রথম ম্যাচে স্পেনের কাছে তিন গোলে হারের পর, এদিনের ড্র। দু’ম্যাচে লুকা মদ্রিচদের পয়েন্ট মাত্র এক। যা পরিস্থিতি, তাতে পরের রাউন্ডে ওঠার জন্য শেষ ম্যাচ জেতার পাশাপাশি অন্য দলগুলোর পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকতে হবে ক্রোটদের।
আরও পড়ুন-চোখ রোনাল্ডোয়, মাঠে নেমেই নায়ক কনসেসাও
এদিন শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া (Albania vs Croatia)। ১১ মিনিটে আলবেনিয়াকে এগিয়ে দিয়েছিলেন কাজিম লাচি। পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ক্রোটরা। যদিও বিরতির আগেই আলবেনিয়া দু’টি সহজ সুযোগ হাতছাড়া করে। নইলে তখনই ০-৩ গোলে পিছিয়ে পড়েন মদ্রিচরা। তবে দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে পাওয়া গেল ক্রোয়েশিয়াকে। কিন্তু একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা মিলছিল না।
অবশেষে ৭৪ মিনিটে আন্দ্রেজ ক্রামারিকের গোলে ১-১। দু’মিনিট পরেই জয়সূচক গোলের দেখা পেয়ে যায় ক্রোয়েশিয়া। আত্মঘাতী গোল করে বসেন পরিবর্ত হিসাবে মাঠে নামা আলবেনিয়ার মিডফিল্ডার ক্লাউস গাজসুলা। সেই সময় মনে হয়েছিল ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। সংযুক্ত সময়ের পঞ্চম মিনিটে গোল করে আলবেনিয়াকে সমতায় ফেরান গাজসুলা। আত্মঘাতী গোলের প্রায়শ্চিত্ত করার পাশাপাশি দলকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচান তিনি।