প্যারিস, ৮ জুন : তিনিই যে লাল সুরকির কোর্টের রাজা, সেটা আরও একবার প্রমাণ করলেন কার্লোস আলকারেজ (carlos alcaraz)। জানিক সিনারকে ৪-৬, ৬-৭ (৪/৭), ৬-৪, ৭-৬ (৭/৩), ৭-৬ (১০/২) সেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হলেন ২১ বছরের স্প্যানিশ তারকা। রবিবাসরীয় খেতাবি লড়াইটা ছিল গতবারের চ্যাম্পিয়ন বনাম বিশ্বের এক নম্বরের সঙ্গে। কোটি টাকার প্রশ্ন ছিল, মেয়েদের মতো ছেলেদেরও কি নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে লাল সুরকির কোর্ট? উত্তর হল না।
এক মহাকাব্যিক টেনিস-যুদ্ধের সাক্ষী রইল রবিবারের রোলাঁ গারো। পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াই চলল পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে।রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতোই একবার এদিক তো আরেকবার ওদিকে দুলে গেল।দুই প্রতিদ্বন্দ্বীর রাকেট থেকেই এমন সব অসাধারণ শট বেরোল, যা দেখে ভিভিআইপি বক্সে বসা আন্দ্রে আগাসির মতো কিংবদন্তিও মোহিত হলেন। এদিনের ম্যাচের আগে আলকারেজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ৪-৭ ব্যবধানে পিছিয়ে ছিলেন সিনার। চলতি মরশুমে ইতালীয় তারকার একমাত্র হারও এসেছে আলকারেজের বিরুদ্ধে। গত মাসে রোমে সিনারকে স্ট্রেট সেটে হারিয়ে ইতালীয় ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন আলকারেজ (carlos alcaraz)। এদিনও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল।
মাঝে সময়টা খুব খারাপ কেটেছে সিনারের। ডোপ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে তিন মাস নির্বাসনে কাটাতে হয়েছিল তাঁকে। পড়তে হয়েছিল প্রবল সমালোচনার মুখেও। ফাইনালের শুরুটা চ্যাম্পিয়নের মতোই করেছিলেন সিনার। পরপর দুটো সেট জিতে এগিয়েও গিয়েছিলেন। ওই পরিস্থিতি থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেন আলকারেজ। টানা দুটো সেট জিতে ম্যাচ ২-২ করে দেন স্প্যানিশ তারকা। নির্ণায়ক পঞ্চম সেটেও বাজিমাত করেন আলকারেজ।
তবে এদিন যেই জিতুন, একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, আগামী বেশ কয়েক বছর পেশাদার টেনিস সার্কিটে এই দু’জনই রাজত্ব করবেন। রজার ফেডেরার, রাফায়েল নাদাল আগেই অবসর নিয়েছেন। নোভাক জকোভিচও টেনিস কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে। ফলে ‘বিগ থ্রি’র যুগ শেষের পথে। পরিসংখ্যান বলছে, এবারের ফ্রেঞ্চ ওপেন নিয়ে শেষ ছ’টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব আলকারেজ বা সিনারের মধ্যে কেউ না কেউ জিতেছেন। এই তথ্যই প্রমাণ করছে, আধুনিক টেনিসের ‘বিগ টু’— এই দুই তরুণ তারকা।
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…