লন্ডন, ১৩ জুলাই : গতবারের চ্যাম্পিয়ন বনাম সাতবারের চ্যাম্পিয়ন। রবিবার উইম্বলডেনর ফাইনালে মুখোমুখি কার্লোস আলকারেজ ও নোভাক জকোভিচ। স্প্যানিশ তরুণদের সামনে সুযোগ টানা দ্বিতীয়বার ঘাসের কোর্টে ট্রফি জেতার। অন্যদিকে, সার্ব টেনিস তারকা সামনে কেরিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি।
আরও পড়ুন-জম্মু-কাশ্মীরের ডোডায় ২০০ ফুট গভীর খাদে পড়ল বাস, মৃত ২
রবিবারই আবার ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে স্পেন। আলকারেজ তাই বলছেন, ‘‘রবিবার স্প্যানিশদের জন্য আদর্শ দিন হতে পারে। সন্ধেবেলায় আমি উইম্বলডন ফাইনাল খেলব। রাতে স্পেন ইউরোর ফাইনাল খেলবে। দুটো ম্যাচই যদি আমরা জিতি, তাহলে স্প্যানিশদের কাছে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে!’’ নিজে টেনিস তারকা। যদিও ফুটবলও আলকারেজের অন্যতম প্রিয় খেলা। তিনি বলছেন, ‘‘স্পেন এবার দুর্দান্ত খেলছে। দলের কয়েকজন ফুটবলারের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়। ওদের ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছি। আশা করি, রবিবার জোড়া জয়ের স্বাদ পাবেন স্প্যানিশরা।’’
আরও পড়ুন-হারারেতে সিরিজ জয় শুভমনদের
এদিকে, জকোভিচ আবার বলছেন, ‘‘বিশ্বাসই হচ্ছে না আমি উইম্বলডন ফাইনালে! টুর্নামেন্ট শুরুর ৮ দিন আগে লন্ডন এসেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কোর্টে নামতে পারব কিনা, তা নিয়ে দোলাচলে ছিলাম। টুর্নামেন্ট শুরু ৩-৪ দিন আগেও জোর দিয়ে বলতে পারিনি খেলবই।’’ তিনি আরও বলেন, ‘‘প্র্যাকটিসে বিশ্বের প্রথম সারির কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কয়েকটা সেট খেলার পর বুঝতে পারি, শুধু কোর্টে নামাই নয়, অনেক দূর এগোতে পারব।’’