প্রতিবেদন : হঠাৎ করেই ভোটের আগে উপরমহলের নির্দেশে সক্রিয় হয়েছে ইডি। কবর থেকে তুলে এনেছে অ্যালকেমিস্ট চিটফান্ড মামলা। কিন্তু এই মামলায় তদন্ত হলে সবার আগে গ্রেফতার করা উচিত বিজেপির মরশুমি নেতা তথা অ্যালকেমিস্ট সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে। বুধবার অ্যালকেমিস্ট মামলা নিয়ে ইডির অতি-সক্রিয়তাকে তুলোধোনা করে এই ভাষাতেই মিঠুনের গ্রেফতারির দাবি করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
আরও পড়ুন-এসএলএসটি জট কাটাতে উদ্যোগী রাজ্য
সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্য অ্যালকেমিস্ট মামলায় সবার আগে মিঠুনের গ্রেফতারির দাবি জানিয়ে কুণাল ঘোষ বলেন, অ্যালকেমিস্ট নিয়ে যদি তদন্ত হয়, সবার আগে মিঠুনকে গ্রেফতার করা উচিত। কারণ, তাঁর কথাতেই মোহিত হয়ে হাজার হাজার মানুষ অ্যালকেমিস্টের ফান্ডে টাকা বিনিয়োগ করেছিলেন। কোটি কোটি টাকা আত্মসাতের ষড়যন্ত্রে প্রত্যক্ষভাবে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও সমানভাবে দায়ী। অ্যালকেমিস্ট নিয়ে সক্রিয়তার পাশাপাশি তৃণমূলের ২০১৪ সালের নির্বাচনী হিসাব নিয়েও নোটিশ পাঠিয়েছে ইডি। যদিও সেই সময় দলের হয়ে যাবতীয় হিসাব জমা দিয়েছিলেন দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ও কোষাধ্যক্ষ প্রয়াত বিধায়ক তমোনাশ ঘোষ। বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই নোটিশের জবাব দেবেন বলে সংস্থাকে জানিয়েছেন বর্তমান কোষাধ্যক্ষ তথা মন্ত্রী অরূপ বিশ্বাস।