মন্দারমণিতে (Mandarmani) সঙ্গীদের সঙ্গে স্নান করতে নেমে হঠাৎ করেই উত্তাল সমুদ্রে তলিয়ে যান আইনজীবী দেবাশিস দত্ত (৪৭)। জানা গিয়েছে, কলকাতার সার্ভে পার্ক থানার সন্তোষপুরের বিবেকানন্দ রোডের বাসিন্দা দেবাশিসবাবু। রবিবার আনুমানিক দু’শো জন আইনজীবীর সঙ্গে মন্দারমণিতে বেড়াতে গিয়েছিলেন তিনি। আলিপুর জেলা ও দায়রা আদালত ছাড়াও বেশ কয়েকটি আদালতের আইনজীবীরা ওই সফরে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন-স্কোয়াল ফ্রন্ট এবং নিম্নচাপের জোড়া-ফলা, সতর্কতা দক্ষিণে
ঘটনার দিন বিকেলে কয়েকজন সমুদ্রে যান স্নানের জন্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দেবাশিস দত্ত একটু গভীরে চলে গিয়েছিলেন। হঠাৎ ঢেউয়ের প্রচন্ড ধাক্কায় তিনি নিজেকে সামলাতে না পেরে জলে ভেসে যান। নুলিয়ারা তাঁকে উদ্ধার করে রামনগরের বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে রাতে মন্দারমণিতে যান তাঁর স্ত্রী নীপান্বিতা দত্ত ও পরিবারের অন্য সদস্যরা। সোমবার কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।
আরও পড়ুন-বিরোধীদের ধুইয়ে দিলেন ব্রাত্য, ফের চূড়ান্ত অসভ্যতা, সাসপেন্ড গদ্দার
উল্লেখ্য, রবিবার বিকেলে ওড়িশা সীমান্তবর্তী উদয়পুর সমুদ্রসৈকতে নদিয়ার করিমপুর থানার আনন্দপল্লির বাসিন্দা নবরূপ মোহান্ত বন্ধুদের সঙ্গে সমুদ্রে নামেন। কিন্তু স্রোতের টানে হঠাৎ তিনি তলিয়ে যান। উদ্ধারের চেষ্টা করলেও সেটা সম্ভব হয় নি।